• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ০৬:২০:২৪ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহা সড়কের জাফরপুরস্থ ৬ বিজিবি ব্যাটালিয়নের সামনে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মাহফুজুর রহমান (৩০) নামে এক যুবক মারা গেছে।এসময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বিল্ডিংয়ে ধাক্কা দিলে বেশ কয়েকজন বাস যাত্রী আহত হন।১১ অক্টোবর শনিবার বেলা সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।নিহত মোটরসাইকেল চালক চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের ইউসুফ আলীর ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে আসা খান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস বিজিবি ক্যাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান