• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ০৬:২৭:০৯ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিপন মিয়া (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে।১২ অক্টোবর রোববার দুপুরের দিকে নিজ বাড়ি থেকে বকশীগঞ্জ থানার কামালের বার্তী তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম ও কনস্টেবল সুজন মিয়া অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।আটক রিপন মিয়া বগারচর ইউনিয়নের সারমারা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।কামালের বার্তী তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সার্বিক নির্দেশনায় আমরা অপরাধ দমনে কাজ করে যাচ্ছি। পাশাপাশি আমাদের মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। মাদককে নির্মূল করতে পুলিশ কাউকে ছাড় দেবে না।