বাঞ্ছারামপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।২৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ০৯টা ৩০ মিনিটে বাঞ্ছারামপুর থানার এএসআই (নিঃ) মাসুদ সরকার ও এসআই মো. হাসান উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালান। এ সময় উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কড়ইকান্দি গ্রামের একটি বাড়ি থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।ঘটনাস্থল থেকে কড়ইকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল ছাত্তার আলী ছেলে জমির আলী (৩৮) কে আটক করা হয়। পুলিশ জানায়, রান্নাঘরের ভেতর থেকে গাঁজাগুলো উদ্ধার করে জব্দ করা হয়েছে।এ ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জামিল খান বলেন, “আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”