• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ০৬:২৭:০৭ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

প্রবাসীর উপর হাতুরি বাহিনীর হামলার প্রতিবাদে মানববন্ধন

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গার প্রবাসী রাকিব শেখের উপর হাতুরি বাহিনীর হামলা, তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।১১ অক্টোবর শনিবার সন্ধ্যায় উপজেলার বাঁশিলা গ্রামবাসীর ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে বক্তব্য রাখেন আহত রাকিবের পিতা আব্দুল হাই শেখ, নলডাঙ্গা উপজেলা সমবায় দলের সভাপতি আনোয়ার হোসেন ইরাক, মাধনগর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সাজ্জাদ খান বিটল, মাধনগর স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম অমি, বিএনপি নেতা রায়হান মিনা প্রমুখ।মানববন্ধনে বক্তরা বলেন, পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগের হাতুরি বাহিনী রেমিট্যান্স যোদ্ধা রাকিব শেখের উপর হামলা চালায়। এখন তারাই রাকিবের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের শুরু করেছে। রাকিবের উপর যেভাবে হামলা করা হয়েছে, তাতে আমরা মনে করেছিলাম, সে মারা গেছে। বর্তমানে সে কিছুটা সুস্থ। কিন্তু তাকে সেই বাহিনী আজও পর্যন্ত বাড়িতে আসতে দিচ্ছে না। তার পরিবারকেও প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।তারা আরও বলেন, বর্তমানে রাকিবের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে। একজন রেমিট্যান্স যোদ্ধা তার বাড়িতে আসতে পারছে না। তাকে ও তার পরিবারকে প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হতে হচ্ছে। আমাদের বাঁশিলা গ্রাম একটি আদর্শ গ্রাম, আমরা সবাই শান্তিতে বসবাস করতে চাই। এজন্য আমরা গ্রামবাসী আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।