• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ০৬:২০:২৩ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

ভাইকে বাঁচাতে ঝাঁপ দেয় বোন, পরে ভেসে উঠে দুজনেরই নিথর দেহ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে দুই ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। ৫ অক্টোবর রোববার দুপুরের দিকে নোয়াগাঁও পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।নিহতরা হলো নোয়াগাঁও পশ্চিম পাড়ার বাসিন্দা মো. সাদ্দামের হোসের ছেলে মো. শরীফ (৭) ও মেয়ে শিফা (৮)।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ছোট ভাই শরীফ খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এ সময় বড় বোন শিফা তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সাঁতার না জানায় দুজনই পানিতে তলিয়ে যায়।পরে প্রতিবেশীরা তাদের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে নোয়াগাঁও বাজারের শান্তা ফার্মেসিতে নিয়ে যায়। এর মধ্যেই শিশুদের  নিথর দেহের অস্তিত্ব পাওয়া যায়। পরিবারের লোকজন বিলাপ শুরু করে, বাড়ি নিয়ে আসেন।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, এ বিষয়ে আমি এখনো কিছু জানি না। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ এলে তখন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান