• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই পৌষ ১৪৩২ দুপুর ১২:৪২:৫৭ (19-Dec-2025)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।১৮ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি বের করা হয়।র‌্যালিতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত ইউএনও আসমা উল হুসনা।এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, পিআইও হাবীবুর রহমান সুমন, উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল, তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা তাসলিমা বেগম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাংবাদিক রাশেদুল ইসলাম রনিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনরা উপস্থিত ছিলেন।র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান