• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ০৮:২০:২০ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

গণঅধিকার পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ করলেন ফটিকছড়ির রবিউল

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছাত্রনেতা রবিউল হাসান।১০ অক্টোবর শুক্রবার রাজধানী ঢাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপস্থিতিতে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।মনোনয়ন সংগ্রহের পর প্রতিক্রিয়ায় রবিউল হাসান বলেন, মনোনয়ন সংগ্রহের শেষ দিনে চট্টগ্রাম-২ আসনের জন্য গণঅধিকার পরিষদ হতে ট্রাক প্রতীকে মনোনয়ন নিয়েছি। নির্বাচনে হার-জিত থাকবে, তবে শেষ পর্যন্ত লড়ার সংকল্প নিয়েই মাঠে নেমেছি।রবিউল হাসান ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন। বর্তমানে তিনি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।ব্যক্তিগত জীবনে রবিউল হাসানের জন্ম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পশ্চিম হাসনাবাদ গ্রামে। তিনি বর্তমানে অধ্যয়নরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান