জামালপুরে মাদক প্রতিরোধ, মানববন্ধন ও আলোচনা সভা
বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের রহিমপুর গ্রামবাসীর উদ্যোগে মাদক প্রতিরোধ এবং শিক্ষা উন্নয়ন বিষয়ক র্যালি মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।৩ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় রহিমপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন ফোরামের আয়োজনে, ঝাউডাঙ্গা বিজিবি ক্যাম্পের সামনে জামালপুর-রৌমারী মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে এলাকাবাসীসহ ছাত্র ও যুব সমাজ অংশগ্রহণ করেন।বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন-মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসাথে কাজ করতে হবে।বক্তারা জোর দাবি জানান-আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে পারলেই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব হবে।মো. ইনছার আলী মুন্সীর সভাপতিত্বে এবং মফিজ উদ্দিন ও লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মনিরুল ইসলাম সওদাগর।বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- ৩নং পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম মিয়া জে কে ও তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. জুলহাস উদ্দিন।এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিউল আলম ফর্সা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. শাখাওয়াত হোসাইন, ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন প্রমুখ।