• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ০৬:২৭:০৮ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

ইউনিয়ন যুবদল নেতার মেয়ের বিয়েতে তারেক রহমানের উপহার

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীরের মেয়ের বিয়েতে উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের পক্ষ থেকে বিয়ের উপহার হিসেবে নগদ অর্থ পৌঁছে দেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগ।৪ অক্টোবর শনিবার রাতে বোনারপাড়া ইউনিয়নের দুর্গাপুর কাচারী বাজার এলাকায় বোনারপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে মেয়ের বিয়ের উপহার নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা যুবদল সদস্য সচিব মামুন কাদির সুমন, ১০নং বোনার পাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান, ফেরদৌস, শহিদুল ইসলাম বাদল, শামীম হোসেন মন্ডল, হাসানসহ আরও অনেকে।