• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ০৬:২৭:১১ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজার স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক প্রভাষক জহিরুল আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও লক্ষীপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।২৮ সেপ্টেম্বর রোববার দুপুরে দোয়ারাবাজার উপজেলা পরিষদে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় যোগ দেন ইউপি চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম। সভা শেষে উপজেলা পরিষদের পাশে সিএনজি স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের জড়ো করে নাশকতা সৃষ্টির অভিযোগে গত বছরের নভেম্বর মাসে দোয়ারাবাজার থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।