• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ০৬:২১:১৮ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তিন নারী আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের আনন্দপুর সীমান্ত এলাকা দিয়ে পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে যাওয়া-আসার ঘটনায় তিন নারীকে আটক করেছে বিজিবি।আটকরা হলেন যশোর সদর উপজেলার শেখহাটির আলমগীর হোসেনের স্ত্রী শিল্পী বেগম, মনিরামপুর উপজেলার আগারহাটির রহিম মোল্লার স্ত্রী সালমা বেগম ও সাতক্ষীরার কলোয়ারা থানার দক্ষিণ ক্ষেত্রপাড়ার মৃত আজিজ মোড়লের মেয়ে সালমা খাতুন।২৮ সেপ্টেম্বর রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।আনন্দপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. মিজানুর রহমানের দায়েরতকৃত মামলায় উল্লেখ করা হয়, ভারত সীমান্তবর্তী ২১১১/৬নং পিলারের নিকট দিয়ে শনিবার বিকেলে ভারত থেকে বাংলাদেশে তিন নারীকে প্রবেশ করতে দেখতে পায় বিজিবি টহল টিম। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের ঘটনায় সালমা বেগম, শিল্পী বেগম ও সালমা খাতুনকে আটক করা হয়।এ সময় তারা বৈধ পাসপোর্ট ও ভিসা দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদে তারা জানান, গত ১২ সেপ্টেম্বর একইভাবে তারা ভারতে প্রবেশ করেন। পরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক তিন নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান