• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ০৬:২১:১৩ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

বন্দরে জিয়া সৈনিক দলের কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: মো. রফিকুল ইসলাম মনা মেম্বারকে আহ্বায়ক এবং মো. নুরুজ্জামান মোল্লাকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ২৩ সদস্য বিশিষ্ট বন্দর থানা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।১১ অক্টোবর শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকাস্থ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয়ে এ কমিটির অনুমোদন দেয়া হয়।নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক মো. সুমন মুন্সির সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ মহানগর জিয়া সৈনিক দলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের সভাপতি মো. মনির হোসেন, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস বিজয়, নাসিক ১নং ওয়ার্ড জিয়া সৈনিক দলের সভাপতি ওমর ফারুক (জয়) ও জিয়া সৈনিক দলের নেতা ফরহাদসহ প্রমুখ।এসময় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক মো. সুমন মুন্সি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এবং কিশোর গ্যাংকে না বলব এবং এসবের বিরুদ্ধে কাজ করব। জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব বলে জানান তিনি।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান