• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ০৬:২৩:১৮ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

জাজিরা থানার ওসিকে হত্যার হুমকি দিলেন যুবলীগ নেতা মিঠুন ঢালী

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় সন্ত্রাসবিরোধী মামলার আসামি ও স্থানীয় যুবলীগ নেতা মিঠুন ঢালী আবারও আলোচনায়। এবার তিনি সরাসরি জাজিরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি স্থানীয় প্রশাসন ও জনমনে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।থানা সূত্রে জানা যায়, ৩ অক্টোবর শুক্রবার মিঠুন ঢালী একটি বিদেশি নাম্বার ব্যবহার করে জাজিরা থানার অফিসার ইনচার্জকে ফোনে হত্যার হুমকি দেন।এর আগে গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জাজিরা এলাকায় গোপন বৈঠক করেন মিঠুন ঢালী। ওই বৈঠকে তিনি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে কর্মসূচি পালনের নামে থানার আশপাশে মহড়া দেন। পরে ২ অক্টোবর বৃক্ষরোপণ কর্মসূচির আড়ালে মিছিল বের করেন এবং পুলিশের অভিযানের মুখে কৌশলে পালিয়ে যান।এ সময় সার্কেল এসপি নড়িয়ার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালে তিনি ও তার অনুসারীরা মাইকিং করে সাধারণ মানুষকে উসকানি দিয়ে পুলিশের উপর হামলার চেষ্টা করেন।এ ঘটনার পর পুলিশের পক্ষ থেকে জাজিরা থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে মিঠুন ঢালীকে ২ নম্বর আসামি করা হয়। মামলার পরও তিনি থেমে থাকেননি। অভিযোগ রয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথে যোগাযোগ রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা, ভিত্তিহীন ও উসকানিমূলক পোস্ট দিচ্ছেন এবং কর্মীদের উসকানি দিচ্ছেন।এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুল ইসলাম জানান, ‘আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে নিয়েছি। হুমকির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।”এদিকে, স্থানীয় সাধারণ মানুষ ঘটনাটিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, যুবলীগ নেতা মিঠুন ঢালী ও তার সহযোগীদের বিরুদ্ধে ইতোমধ্যে কঠোর নজরদারি চলছে এবং তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান