• ঢাকা
  • |
  • শনিবার ৬ই পৌষ ১৪৩২ রাত ১০:৫৩:১৪ (20-Dec-2025)
  • - ৩৩° সে:

সিআইপি নির্বাচিত হওয়ায় সেনবাগে সংবর্ধনা

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: টানা দ্বিতীয়বার সিআইপি (কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন) নির্বাচিত হওয়ায় সেনবাগের দুই কৃতি সন্তান ও প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক ওমান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ এবং ওমর ফারুক চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেছে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা।২০ ডিসেম্বর শনিবার বিকেলে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংস্থার পরিচালক আমিরুল ইসলাম বাদশার সভাপতিত্বে এবং পরিচালক নুর হোসাইন সুমনের সঞ্চালনায় এটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত সিআইপি ও ওমান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন আবুল কাশেম চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিআইপি ওমর ফারুক চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আবদুল আজিম চৌধুরী এবং কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলম।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক ও সৌদি প্রবাসী ব্যবসায়ী মহি উদ্দিন, সহিদুল্লাহ মিন্টু, আবদুল মান্নান বাবলু, রফিকুল ইসলাম রবি, ওমর ফারুক, আবদুল রহমান, আমির হোসেন লিটনসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানের একপর্যায়ে প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে নবনির্বাচিত দুই সিআইপিকে ক্রেস্ট প্রদান করে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হয়।সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে প্রায় সাড়ে চার শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান