• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ দুপুর ০১:২৯:৩০ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

চুয়াডাঙ্গায় তেলবাহী লরীর চাপায় ইজিবাইক চালকসহ নিহত ৩, আহত ৫

৫ জুলাই ২০২৫ সকাল ০৯:০৪:০১

সংবাদ ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরের বনবিভাগের কাছে তেলবাহী লরীর চাপায় ইজিবাইক চালক ও অজ্ঞাত পরিচয় এক নারীসহ ৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। ৪ জুলাই শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, ইজিবাইক চালক আরিফ (৩৫), তিনি জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কলোনীপাড়ার নুর মোহাম্মদ ঘটকের মেজ ছেলে, অজ্ঞাত নারী (৩৪) ও অজ্ঞাত পুরুষ (৪০)।

Ad
Ad

আহতরা হলেন, ইজিবাইকের যাত্রী আলামিন (২২),  দেলোয়ার হোসেন (৩০), ফাহাদ (২২), রিয়া খাতুন (২০) ও তার শিশু সন্তান ইয়াসিন (১)।

Ad

নিহতদের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে এবং আহতদের সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান জানান, জাফরপুর বিজিবি ব্যাটালিয়ন দপ্তরের সামনে তেলবাহী লরী (ঢাকা মেট্রো জ ৪৪-০৫৪৪) ও ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় একজন পুরুষ যাত্রী (৪০) নিহত হন। এসময় ইজিবাইক চালকসহ আহতদের সদর হাসপাতালে নেওয়া হলে অজ্ঞাত পরিচয় এক নারী ও ইজিবাইক চালক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সদর হাসপাতালের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, দুর্ঘটনার পর জনের মরদেহ হাসপাতাল মর্গে আনা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
একটি ঘরের অভাবে কষ্টে আছেন রাহেলা বেগম
১৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৪৮:০৮



সংবাদ ছবি
রান পাহাড় টপকে ভারতকে হারালো অস্ট্রেলিয়া!
১৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:০৪:০৮


সংবাদ ছবি
নড়াইলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
১৩ অক্টোবর ২০২৫ সকাল ১১:৫৫:০৭




Follow Us