ভেদরগঞ্জে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার
শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ভেদরগঞ্জে নিখোঁজের দুই দিন পর অবশেষে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।২৬ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১২টায় উপজেলার সখিপুরের সৈয়াল কান্দি নামক এলাকার একটি সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত শিশু তায়েবা (৬) দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। এরপর থেকে পুলিশ ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালায়।স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ১২টায় প্রতিবেশীর একটি সেপটিক ট্যাংকে খোঁজ নেয়। এসময় ভিতরে মরদেহ দেখে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গ-এ পাঠিয়েছে।নিহত শিশুর চাচা- কাকন সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ভাতিজিকে এভাবে হারাতে হবে ভাবিনি। যারা এই অমানবিক ঘটনাটি ঘটিয়েছে, আমি তার দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি জানাচ্ছি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক বলেন, নিখোঁজ শিশুর সন্ধান একটি সেপটিক ট্যাংকে পাওয়া গেছে। খবর শুনে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে শিশুর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। এ বিষয়ে থানায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে।