• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ০৬:২১:২০ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জের জিমখানায় লেকে ভাসমান যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকার লেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১০ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়দের চোখে পড়ে লেকে ভাসমান মরদেহটি। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।স্থানীয়রা জানান, লেকের আশপাশ এলাকায় রাতে খুব একটা চলাচল থাকে না। তাই কীভাবে যুবকটি সেখানে পড়েছে বা মারা গেছে, তা জানা নেই। মরদেহ দেখতে পেরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম লাভলু জানান, স্থানীয়রা প্রথমে লেকের পানিতে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ সম্পন্ন করে।তিনি আরও বলেন, নিহত যুবকের নাম-পরিচয় এখনও জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান