• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ০৬:২৮:৪৭ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

আজ সাংবাদিক রাশেদ কাঞ্চনের জন্মদিন

নিজস্ব প্রতিবেদক: আজ ১২ অক্টোবর রোববার দেশের সুপরিচিত টেলিভিশন সাংবাদিক রাশেদ কাঞ্চনের জন্মদিন। তিনি দীর্ঘদিন ধরে সংবাদ উপস্থাপনা, বিষয় বিশ্লেষণ এবং সম্প্রচার সাংবাদিকতায় অসাধারণ অবদান রাখছেন।রাশেদ কাঞ্চন বাংলাদেশের টেলিভিশনে সংবাদ উপস্থাপক ও বিশ্লেষক হিসেবে দারুণ খ্যাতি অর্জন করেছেন। জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপন করার তার দক্ষতা দর্শকদের মধ্যে প্রশংসিত। বহু আলোচনা অনুষ্ঠান, বিশেষ সাক্ষাৎকার এবং সরাসরি সম্প্রচারে তিনি নিজেকে প্রমাণ করেছেন।টেলিভিশনের বাইরেও তিনি সাংবাদিকতার নৈতিকতা ও দায়বদ্ধতার পক্ষে সক্রিয়। তরুণ সাংবাদিকদের পেশাগত উন্নয়নে উৎসাহ দিয়ে তিনি দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় ভূমিকা রাখছেন। সহকর্মীরা তাকে পেশাদারিত্ব ও নিষ্ঠার উদাহরণ হিসেবে মনে করেন।বর্তমানে রাশেদ কাঞ্চন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এসএ টিভি-এর নির্বাহী পরিচালক এবং “রাশেদ কাঞ্চন কর্পোরেশন” নামের জনসংযোগ, ব্র্যান্ডিং ও গণযোগাযোগ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।তার অসাধারণ সাহসিকতার উদাহরণ হিসেবে ২০০৩ সালে ইরাক যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে সরাসরি রিপোর্ট করা এবং ২০০১ সালে সিয়েরা লিওনের গৃহযুদ্ধের সংবাদ সংগ্রহ উল্লেখযোগ্য। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন গ্রন্থ “5C – দুর্নীতি, ষড়যন্ত্র, পুঁজিবাদ, বৈপরীত্য এবং সহযোগিতা”, যা বাংলাদেশের বাজেট ব্যবস্থায় দীর্ঘ ৫৩ বছরের দুর্বলতা, সুবিধাবাদ ও বৈশ্বিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে।আজকের দিনে সহকর্মী, গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মজীবন ও আরও সাফল্য কামনা করছেন।