নীলফামারীতে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা উপজেলার চাড়ারকাটা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের বটতলী এলাকায় মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে।দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন, খুটামারা ইউনিয়নের পাসারিপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে হাসান আলী (৮) ও নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মানুষমারা এলাকার হৃদয় হোসেনের ছেলে মাসুম হোসেন (১০)। সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই।বিষয়টি নিশ্চিত করেছেন খুটামারা ইউপি চেয়ারম্যান রাকিবুল ইসলাম। তিনি জানান, দুপুর ১টার দিকে নদীর ধারে বসে তিন শিশু খেলা করছিল। এ সময় অসাবধানতা বসত হাসান ও মাসুম নদীতে পরে গেলে নদীর উপরে থাকা অপর শিশুটির চিৎকারে এলাকাবাসী এসে নদীতে নেমে তাদের খোজাখুজি করে। অনেক খোঁজাখুজির পর সন্ধ্যান না পাওয়ায় জলঢাকা ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ফায়াস সার্ভিসের ডুবুরি দল নদী থেকে একশ’গজ দূর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।তিনি বলেন, নদীটি বর্ষার কারণে অনেক জায়গায় গভীর হয়ে গেছে, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। প্রতিদিন এলাকার শত শত শিশু-কিশোররা নদীতে গিয়ে গোসল করছে।