• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ০৬:২৩:১৩ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

কচুয়ায় ট্রলিচাপায় শিক্ষার্থী নিহত

কচুয়া ( চাঁদপুর ) প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া উপজেলার সাচারে ট্রলির নিচে চাপা পড়ে চৈতী রানী দাস (৭) নামের দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।১১ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০টায় সাচার উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত চৈতী রানী দাস সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও সাচার মালি বাড়ির নয়ন চন্দ্র দাসের মেয়ে ।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চৈতী রাস্তার পাশে একটি দোকান থেকে চিপস কিনতে গিয়েছিল। এ সময় দ্রুতগামী একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো সে স্কুল থেকে ফিরে চিপস কিনতে গিয়েছিল। কিন্তু মুহূর্তেই সবকিছু শেষ হয়ে যায়। চৈতীর মৃত্যুতে পরিবার ও স্বজনদের আহাজারিতে চারপাশ ভারী হয়ে ওঠে।স্থানীয়রা জানায়, ট্রলিটি চালাচ্ছিল একই গ্রামের শহর আলীর ছেলে ইসমাইল মিয়া। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল ত্যাগ করে।খবর পেয়ে সাচার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ট্রলিটি জব্দের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। একটি নিষ্পাপ শিশুর এমন মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান