• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ০৬:২০:৩৭ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে জমি বিরোধে ছোট ভাই খুন, বড় ভাই আটক

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে হানিফ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত বড় ভাই বাচ্চু বেপারিকে আটক করা হয়েছে।৪ অক্টোবর শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি জে ও এম তৌফিক আজম।নিহত হানিফ ওই এলাকার মৃত এলা বেপারির ছেলে।স্থানীয়রা জানান, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হানিফ তার বড় ভাই বাচ্চু বেপারি (৬০) ও অন্যান্য পাওনাদারদের সঙ্গে জমি পরিমাপ করেন। পরিমাপ শেষে হানিফ মাত্র ৪ ইঞ্চি জমি পান। এতে ক্ষিপ্ত হয়ে তার বড় ভাই বাচ্চু বেপারি এবং চাচাতো ভাইয়ের ছেলে স্বাধীন (২৬) ও জাহাঙ্গীর বেপারি (২০) দেশী অস্ত্র (কাতরা) দিয়ে তাকে আঘাত করেন।আহত হানিফকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।সিংগাইর সার্কেলের সিনিয়র এএসপি ফাহিম আসজাদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের বড় ভাইকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান