ভাঙ্গুড়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত, আহত ১
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় মোটর সাইকেল ওভারটেক করতে গিয়ে মো. সিফাত হোসেন শাওন (১৮) নামে এক কলেজ ছাত্র প্রাণ হারিয়েছেন।৬ অক্টোবর সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।মো. সিফাত হোসেন শাওন (১৮) ভাঙ্গুড়া ইউনিয়নের ভবানীপুর ভাটোপাড়ার সেনা সদস্য রঞ্জু আহমেদের বড় সন্তান। শাওন এ বছর এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়েছিল।প্রত্যাক্ষ দর্শীরা জানান, ভবানীপুর ভাটোপাড়ার নিজ বাড়ি থেকে ভাঙ্গুরা বাজারে আসার পথে ভবানীপুর ফকিরের মোড় এলাকায় বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে করিমনের উপরে ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত লেগে তার মৃত্যু হয়। তার পিছনে থাকা বন্ধু রাফি গিয়ে পড়ে আহত হন।আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল আজম মৃত ঘোষণা করেন।