• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ০৬:২৬:০৪ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ১৯ জনকে পুশইন করেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চাঁনশিকারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দ্বারা ১৯ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে।২৪ সেপ্টেম্বর বুধবার সকালে বিএসএফ তাদের ঠেলে সীমান্ত পেরুনোর পর বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি তাদের আটক করেছে।৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।আটককৃতদের মধ্যে ৬ জন মহিলা, ১০ জন পুরুষ এবং ৩ জন শিশু রয়েছে।বিজিবির অধিনায়ক জানিয়েছেন, সকাল বেলায় বিএসএফ ওই ১৯ জনকে সীমান্তের পিলার ১১৯/৪ এর নিকটবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে পাঠায়। প্রাথমিক তথ্য অনুসারে, তারা সবাই বাংলাদেশি নাগরিক। বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে ভারত অতিক্রম করে সেখানে পুলিশের হাতে গ্রেফতার হন এবং একাধিক কারাগারে সাজা ভোগ করেছেন।বিজিবি অধিনায়ক আরও বলেন, এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান