• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৫:০৯:৪৮ (14-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

জাজিরায় মা ইলিশ সংরক্ষণে অভিযান; ৪ জেলেকে জরিমানা

শরীয়তপুর প্রতিনিধি: মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।১৩ অক্টোবর রোববার সকালে উপজেলার বিলাশপুর ইউনিয়নের সফি কাজির মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাজিরা উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এ সময় জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ উপস্থিত ছিলেন।অভিযানে মা ইলিশ ধরার উদ্দেশ্যে ব্যবহার করা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া মৎস্য সংরক্ষণ ও প্রতিবন্ধকতা প্রতিরোধ আইন ১৯৫০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী মা ইলিশ ধরার অপরাধে ৪ জন জেলেকে ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, ‘মা ইলিশের প্রজনন মৌসুমে পদ্মা নদীতে ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। সরকার ঘোষিত এ নিষেধাজ্ঞা কার্যকর রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছি। মা ইলিশ সংরক্ষণে কেউ যেন আইন লঙ্ঘন না করে, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি।’সহকারী কমিশনার মো. মেহেদী হাসান বলেন, ‘সরকারি নির্দেশ অমান্য করে ইলিশ আহরণ বা বিক্রির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। মা ইলিশ সংরক্ষণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’প্রসঙ্গত, মা ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।এ সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সরকার।