আবারও নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গত ১৫ সেপ্টেম্বর সোমবার হামলা ও ভাঙচুর চালানো হয়েছিল।এ ঘটনায় ভাঙ্গা উপজেলা পরিষদ, থানা এবং বিভিন্ন সরকারি ভবনে ভাঙচুরের ঘটনা ঘটে। অবশেষে, এই হামলার ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে।এ মামলায় এক নম্বর আসামি করা হয়েছে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে, দ্বিতীয় আসামি করা হয়েছে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোকন মিয়া এবং ৩ নম্বর আসামি করা হয়েছে নিক্সনের চাচাতো ভাই মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর দত্তপাড়া মহল্লার মনির চৌধুরীকে।ভাঙ্গা উপজেলার সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সৌমেন্দ্র নাথ সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। ভাঙ্গা থানায় গত ১৯ সেপ্টেম্বর এটি নথিভুক্ত হয়।২১ সেপ্টেম্বর রোববার পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।এর আগে ভাঙ্গায় হামলা-ভাঙচুরের ঘটনায় নিক্সনের বিরুদ্ধে আরো একটি মামলা করে পুলিশ।