• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ রাত ১০:৫২:৫৪ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

ভাঙ্গায় হামলা-ভাঙচুর

আবারও নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা

২৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:০৪:৪৫

সংবাদ ছবি

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গত ১৫ সেপ্টেম্বর সোমবার হামলা ও ভাঙচুর চালানো হয়েছিল।

এ ঘটনায় ভাঙ্গা উপজেলা পরিষদ, থানা এবং বিভিন্ন সরকারি ভবনে ভাঙচুরের ঘটনা ঘটে। অবশেষে, এই হামলার ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

Ad
Ad

এ মামলায় এক নম্বর আসামি করা হয়েছে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে, দ্বিতীয় আসামি করা হয়েছে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোকন মিয়া এবং ৩ নম্বর আসামি করা হয়েছে নিক্সনের চাচাতো ভাই মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর দত্তপাড়া মহল্লার মনির চৌধুরীকে।

Ad

ভাঙ্গা উপজেলার সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সৌমেন্দ্র নাথ সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। ভাঙ্গা থানায় গত ১৯ সেপ্টেম্বর এটি নথিভুক্ত হয়।

২১ সেপ্টেম্বর রোববার পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ভাঙ্গায় হামলা-ভাঙচুরের ঘটনায় নিক্সনের বিরুদ্ধে আরো একটি মামলা করে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা বাড়ল
১৩ অক্টোবর ২০২৫ রাত ০৮:৩৯:২৯










Follow Us