• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ১১:০১:০৯ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কালিয়াকৈরে ধর্ষণের পর কিশোরীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে এক কিশোরীকে ধর্ষণের পর মৃত্যুর ঘটনায় মুমিনুল ইসলাম মোহন ও আতিকুল ইসলাম নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।১১ অক্টোবর শনিবার দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।ভুক্তভোগী আশুলিয়ার ডিসেন্ট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।জানা যায়, ঘটনার দিন রাতে মুমিনুল ও আতিকুল ঐ কিশোরীকে হোটেল থেকে গুরুতর অসুস্থ অবস্থায় একটি ওষুধের দোকানে নিয়ে যায়। পরে রক্তক্ষরণ না থামলে তারা কিশোরীকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে জোনাকি মারা যায়। এ সময় অ্যাম্বুলেন্স চালক ঘটনাটি বুঝতে পেরে কৌশলে গাড়িটি ঘুরিয়ে মির্জাপুর থানায় নিয়ে যায়।জোনাকির পরিবার জানায়, বৃহস্পতিবার বিকেলে কোচিং সেন্টার থেকে বের হওয়ার পর জোনাকি মুমিনুল ইসলামের সঙ্গে দেখা করে। এরপর থেকে সে নিখোঁজ ছিল। শুক্রবার সকালে মির্জাপুর থানা থেকে খবর আসে যে জোনাকি মারা গেছে।কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, মুমিনুল ইসলাম জোনাকিকে চন্দ্রা এলাকার মান্নান প্লাজার একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় মুমিনুলের সহযোগী হিসেবে আতিকুল ইসলামকেও গ্রেফতার করা হয়েছে।