• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩২ রাত ০১:৩২:৪৯ (14-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাসলীলা উদযাপনে পটুয়াখালী সৈকতে পুণ্যার্থীদের ঢল

পটুয়াখালী প্রতিনিধি: ধুয়ে মুছে যাবে সকল জাগতিক পাপ, এ বিশ্বাসে পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হচ্ছে রাসলীলা উৎসব।সনাতন ধর্মালম্বীদের অন্যতম এ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে  ১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকাল থেকেই সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারো নারী পুরুষ।সন্ধ্যায় কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃঞ্চ মন্দিরে ভগবানকে আমন্ত্রণ, মঙ্গলঘট স্থাপন, সন্ধ্যা আড়তি, আলোচনা সভা এবং এর পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। রাতভর চলবে সঙ্গীতানুষ্ঠান, ভাবগত পাঠ ও মাহনাম কীর্তন।শনিবার ভোররাতে পূন্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এ রাস উৎসবের আনুষ্ঠানিকতা। তবে পূর্ণিমা চলমান থাকায় ভোরে মতুয়াসহ অনেক হিন্দু সম্প্রদায় গঙ্গা স্নান সম্পন্ন করেছেন।সৈকতে আগত পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।