• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৬:০৭:০৪ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

"স্বামীকে বাঁচাতে অসহায় এক স্ত্রীর আকুতি"

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আব্দুল আলিম । এই তরুণের জীবন আজ এক কঠিন পরীক্ষায় অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া (ALL) নামক এক মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত।গত কয়েক মাস ধরে তার জীবন কাটছে হাসপাতালের চার দেয়ালের মাঝে। ইতিমধ্যে ১০ লক্ষ টাকা খরচ করে তার চারটি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। কিন্তু এখন প্রয়োজন তার জীবনের শেষ চিকিৎসা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট(BMT)। যার জন্য প্রয়োজন প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকা।শিক্ষাজীবন শেষ করে সংসারের ভার নিয়েছিলেন নিজের কাঁধে। একটা এজেন্ট ব্যাংক এর ম্যানেজার এবং ছোট্ট একটা মোদির দোকান ছিল আলিমের। ছোট্ট ছোট্ট দুইটি ছেলেমেয়ে নিয়ে নিজ বাড়িতেই  থাকতেন, পড়াশোনা ও চাকরি সব মিলিয়ে জীবনের প্রতিটি মুহূর্তকে লড়াইয়ে কাটিয়ে দিয়েছেন। কিন্তু মরণব্যাধি ক্যান্সার তার দরজায় কড়া নাড়ছে স্ত্রী সন্তান নিয়ে আছেন জীবন ঝুঁকিতে।এই কঠিন সময়ে উঠে আসে এক মানবিক দৃশ্য অসহায় স্ত্রীর নিঃস্বার্থ ভালোবাসা। দুইটি মাসুম বাচ্চা নিয়ে হসপিটালে হসপিটালে ঘুরছেন আলিমের স্ত্রী।আলিমের স্ত্রী সেতু আক্তার বলেন, আমার স্বামী  মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত, আমার দুটি মাসুম বাচ্চার দিকে তাকিয়ে আপনাদের কাছে দোয়া এবং সাহায্য চাই ।এই মুহূর্তে পরিবারের চোখে অশ্রু মেশানো আবেগ। আলিম নিজের কষ্ট চেপে ধরে রাখতে পারেননি। তিনি বললেন, ‘আমার দুই সন্তানের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় শক্তি, ওদের জন্য সুস্থ হয়ে ফিরে আসতে চাই। আমার যদি কিছু হয়ে যায় আমার মাসুম বাচ্চারা এতিম হয়ে যাবে।চিকিৎসকরা জানিয়েছেন, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট(BMT)করলে নব্বই পার্সেন্ট সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে । যার জন্য প্রয়োজন প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকা। পরিবার চেষ্টা করছে, তবে এত বড় অঙ্কের টাকা জোগাড় করা তাদের পক্ষে সম্ভব নয়। এর মধ্যেই জমি জমা বিক্রি করে ১০ লক্ষ টাকা খরচ করেছেন ৪ টি কেমোথেরাপি করতে।সাহায্যের আবেদন: মানুষ মানুষের জন্য—সেই বিশ্বাস থেকেই পরিবার সকলের কাছে সাহায্য চাচ্ছে। আপনার একটি ছোট্ট সহায়তাও আলিমকে নতুন জীবন ফিরিয়ে দিতে পারে।স্বামীকে বাঁচানোর জন্য নিঃস্বার্থ ত্যাগ,পরিবারের অবিচল ভালোবাসা আমাদের মনে শেখাচ্ছে- সাহায্য ও মানবিকতা মানুষকে বাঁচাতে পারে।অর্থ পাঠানোর মাধ্যম:-বিকাশ :01739806070[personal](Abdul Alim)বিকাশ:01647210430[personal](Shetu)নগদ:01745158426(shetu)নগদ:01862471557(Abdul Alim)Bank Account:Abdul Alim MollaAccount number:20507770252256515Islami Agent Bank,Gopaldi, Modhukali, Faridpur।