• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ১১:০১:০৮ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাঙ্গুনিয়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুই বছরের সশ্রম সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি তোফায়েল আহমেদ ওরফে তোলাইয়া (৫২) গ্রেপ্তার হয়েছেন।পুলিশ জানায়, ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার দিনগত রাতে হাটহাজারী থানার মদুনাঘাট এলাকায় স্থানীয়রা তাকে আটক করে খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে।দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, সরফভাটা ইউনিয়নের বাসিন্দা তোফায়েলের বিরুদ্ধে খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার একটি মামলায় তার দুই বছরের সশ্রম সাজা হয়েছে। রাউজান ও চন্দ্রঘোনা থানাতেও তার নামে মামলা আছে।পুলিশের দাবি, তোফায়েল দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবার চালিয়ে আসছিলেন। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।