শ্রীপুরে শিশু বলাৎকারের পর হত্যা অভিযোগের তিন ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ৯ বছর বয়সী এক ছেলেশিশুকে বলাৎকারের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক ঘটনায় মো. সোহাগ (১৯) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সোহাগ প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে বলাৎকার ও হত্যার কথা স্বীকার করেছেন। এমনকি তিনি নিখোঁজ শিশুটির মরদেহ আত্মীয়-স্বজনদের সঙ্গে স্বাভাবিকভাবে জঙ্গল থেকে খুঁজে বের করে দিতেও সাহায্য করেন।নিহত শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।গতকাল শনিবার শিশুটি নিখোঁজ হয়।নিখোঁজের প্রায় ৯ ঘণ্টা পর শনিবার রাতে গভীর জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পরই সন্দেহভাজন হিসেবে মো. সোহাগকে গ্রেফতার করা হয়।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সোহাগ শিশুটিকে জঙ্গলে নিয়ে বলাৎকারের কথা স্বীকার করেছেন। তিনি আরও জানান, শিশুটি এই ঘটনা তার মা-বাবাকে জানিয়ে দেবে জানালে সোহাগ ক্ষিপ্ত হন এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ জঙ্গলে ফেলে দেন। রোববার বিকেলে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মেরাজুল ইসলাম শ্রীপুর থানায় এক সংবাদ সম্মেলনে এই তথ্যগুলো নিশ্চিত করেন। গ্রেফতার হওয়া তরুণকে ইতোমধ্যেই আদালতে হাজির করা হয়েছে।