• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৫:৫৬:২৩ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কালিয়াকৈরে নৌকাডুবিতে নিখোঁজ ১ শিশুর মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে দুর্গা বিসর্জন উপলক্ষে তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।৩ অক্টোবর শুক্রবার সকালে স্থানীয়রা অংকিতা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করে।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গা বিসর্জন দেখতে বিপুল সংখ্যক মানুষ তুরাগ নদীতে অর্ধশতাধিক নৌকায় ঘুরছিল। এ সময় কয়েকটি নৌকা একে অপরের সঙ্গে ধাক্কা খেলে একটি নৌকা ডুবে যায়। এতে অনেকে পানিতে পড়ে যায়। যদিও অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়, তবে অংকিতা ও তন্ময় নামে দুই শিশু পানিতে তলিয়ে যায়।খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে।ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, শুক্রবার সকালে অংকিতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ আরেক শিশু তন্ময়ের সন্ধানে ডুবুরি দল এখনো অভিযান চালিয়ে যাচ্ছে।