• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ১১:০১:০৬ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সরকারি রাস্তায় অবৈধ বাউন্ডারি নির্মাণ, থানায় লিখিত অভিযোগ স্থানীয়দের

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেনুপুর বাজার সংলগ্ন ফুটবল মাঠের দক্ষিণ পাশে সরকারি রাস্তায় অবৈধভাবে বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। এতে হাজারো মানুষের চলাচল ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।স্থানীয়রা জানান, প্রায় ৫০ বছর ধরে এই সরকারি ইট-সলিং করা রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। নিকটবর্তী সরকারি উপ-স্বাস্থ্য কেন্দ্রের শত শত রোগীও এই পথ ব্যবহার করে থাকেন। বেনুপুর পালপাড়ার প্রায় ৩০০ পরিবারের দুই হাজারেরও বেশি মানুষ জীবিকা, শিক্ষা ও ধর্মীয় কর্মকাণ্ডের জন্য এ রাস্তার ওপর নির্ভরশীল।সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দা নিরঞ্জন পাল বলেন, ‘আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই রাস্তা ব্যবহার করছি। এখন যদি এটি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের মৃৎশিল্প ব্যবসা ধ্বংস হয়ে যাবে।’স্থানীয় বাসিন্দা সুভাষ মণ্ডল অভিযোগ করে বলেন, ‘স্বার্থন্বেষী একটি মহল জোরপূর্বক রাস্তার ওপর বাউন্ডারি তুলে দিচ্ছে। এতে আমাদের দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে হাজারো লোকের চলাচলে সমস্যা হবে।’এ অবস্থায় এলাকাবাসী কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তারা অবিলম্বে অবৈধ বাউন্ডারি নির্মাণ বন্ধ করে জনসাধারণের চলাচলের জন্য সরকারি রাস্তা সংরক্ষণের দাবি জানিয়েছেন।গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের যাতে চলাচল ব্যাহত না হয়, সে ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানানো হয়েছে।’কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করে আপাতত নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’