• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩২ রাত ১২:৪৯:৪৪ (14-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

জাতিসংঘে রাশিয়ার ভেটো ক্ষমতা কেড়ে নেয়ার দাবি করেছেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়ার ক্ষমতা আছে রাশিয়াসহ বিশ্বের ক্ষমতাধর পাঁচটি দেশের। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, ভেটো দেওয়ার সেই ক্ষমতা যেন রাশিয়ার কাছ থেকে কেড়ে নেওয়া হয়।বাংলাদেশ সময় ২০ সেপ্টেম্বর বুধবার রাত ১০টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এমন দাবি করেন জেলেনস্কি। তিনি বিষয়টিকে ‘প্রয়োজনীয়’ পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন। কারণ হিসেবে তিনি জানান, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার সব প্রচেষ্টাকে রাশিয়া তার ভেটো ক্ষমতা প্রয়োগ করে নষ্ট করে দেয়। এ অবস্থায় এই যুদ্ধ বন্ধ করা অসম্ভব।জেলেনস্কি এ সময় নিরাপত্তা পরিষদের সদস্যপদ বিস্তৃত করার জন্য পুনর্বিবেচনার প্রস্তাব করেন। তিনি বলেন, যখন নিরাপত্তা পরিষদে কোটি কোটি মানুষের স্থায়ী প্রতিনিধি নেই, কিন্তু রাশিয়া আছে, বিষয়টিকে অন্যায় মনে করে ইউক্রেন।তিনি আরও বলেন, দুর্ভাগ্যবশত নিরাপত্তা পরিষদের এই আসনটি রাশিয়া অবৈধভাবে দখল করেছে।এ সময় তিনি ইউক্রেনের ১০ দফা শান্তি পরিকল্পনাকে সমর্থনের জন্য বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান। এই ১০ দফার মধ্যে রাশিয়ার ভেটো ক্ষমতা কেড়ে নেওয়াসহ ইউক্রেনকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়গুলোও উল্লেখ করেন। তবে এসব বিষয় প্রত্যাখ্যান করে দখলকৃত ইউক্রেনের ভূখণ্ডকে সংযুক্ত করার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য অনুরোধ করেছে রাশিয়া। সূত্র: রয়টার্স।