• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ১১:০১:২৯ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ছাতকে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে যৌথবাহীনি বিশেষ অভিযান চালিয়ে আবারও অস্ত্র উদ্ধার করেছে।২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার গোপন সংবাদের বিত্তিতে রাত আনুমানিক সাড়ে ৩টায় ছাতক উপজেলার খুরমা গ্রামে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে।এ সময় গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল খালিকের বসত বাড়ির খড়ের গাধার সামনে থেকে ১টি দেশীয় রিভলবার, ১টি পাইপ গান, ২টি কার্তুজ, ৭টি দেশীয় ধারালো অস্ত্র পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম খান জানান উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এছাড়া এধরনের অভিযান অব্যাহত থাকবে।