• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৬:০৭:৪৮ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কেরানীগঞ্জে জাল টাকাসহ যুবক গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৭৭ হাজার টাকার জাল নোটসহ এক পেশাদার জাল টাকার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম-এর প্রত্যক্ষ নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম খানের তত্ত্বাবধানে ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম বুধবার বিকেলে মনু বেপারীর ঢাল এলাকায় এ অভিযান চালায়।গ্রেফতারকৃত আসামি হলেন মো. নজরুল ইসলাম (৩৫), পিতা মো. হানিফ রাঢ়ী, সাং উত্তর পাতারচর, থানা মুলাদী, জেলা বরিশাল। বর্তমানে তিনি কেরানীগঞ্জ মডেল থানার আটি জয়নগর এলাকায় ভাড়া বাসায় থাকছিলেন।অভিযানে তার কাছ থেকে ৭৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। এছাড়া তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পূর্বে একাধিক থানায় মোট সাতটি মামলা রয়েছে।এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫(এ) ধারায় নতুন একটি মামলা (নং-৪০) দায়ের করা হয়েছে।