• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে আশ্বিন ১৪৩২ রাত ১২:৫৪:০৫ (15-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সাতক্ষীরায় চুরি হওয়া মোবাইল ও টাকা উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে ১০৮টি চুরি হওয়া মোবাইল ও বিকাশ-নগদের প্রতারণা চক্রের কাছ থেকে ৩ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।১৪ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় জেলা সাইবার ক্রাইম ইনভেষ্টটিগেশন’র আয়োজনে প্রধান অতিথি পুলিশ সুপার মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। উদ্ধারকৃত মোবাইল ও টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।পুলিশ সুপার বলেন, সাতক্ষীরা জেলার মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি। অপরাধ নিয়ন্ত্রণে ও অপরাধ দমনে আমরা সাতক্ষীরা জেলা পুলিশ ২৪ ঘন্টা তৎপর আছি। পাশাপাশি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল অপরাধ দমনে কাজ করে যাচ্ছে।তিনি আরও বলেন, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোবাইল চুরি ও বিকাশ-নগদে প্রতারনার বিভিন্ন সময়ে যে অভিযোগগুলো এসেছে সেগুলো নিয়ে আমাদের টিম কাজ করে ৩ লক্ষ ৬০ হাজার টাকাসহ প্রতারনা চক্রটিকে ধরতে সক্ষম হয়েছে। বিগত দুই মাসের অধিক সময়ে চুরি হওয়া ১০৮টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছি।তিনি আরও বলেন, সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনস্টিগেশন সেল বিভিন্ন প্রতারণা চক্রের হাত থেকে প্রায় ৪৩ লক্ষ টাকা ও চুরি হওয়া ১ হাজার ৬০০টি মোবাইল ফোন উদ্ধার করেছে।