• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই পৌষ ১৪৩২ রাত ১১:২৭:৪৭ (19-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ধর্ষণ মামলার জেরে পরিবারকে হত্যার হুমকি ও মারধরের অভিযোগ

মাল্টিমিডিয়া রিপোর্টার: নায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ধর্ষণ মামলাকে কেন্দ্র করে এক গৃহবধূ ও তার পরিবারের সদস্যদের ওপর হত্যার হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী এ ঘটনায় সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগী নারী তার নাতনি আইরিন জাহান তানহা (১৩) ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার জেরে আসামিরা ক্ষুব্ধ হয়ে ওঠে। ওই ঘটনায় সোনারগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নম্বর ১৯/২০২৫ (ধারা ৯ (১)) বিচারাধীন রয়েছে।ভুক্তভোগীর অভিযোগে বলা হয়, মামলাটি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় আসামিরা মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে চাপ ও হুমকি দিতে থাকে। গত ১৯ ডিসেম্বর জুমার নামাজ শেষে নাজিরপুর দরগাবাড়ী মসজিদের সামনে আসামিরা ভুক্তভোগীর স্বামী জাকির হোসেনকে এলোপাতাড়ি মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম হয় এবং বাম চোখে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।এ সময় আসামিরা মামলা প্রত্যাহার না করলে ভুক্তভোগীর স্বামী ও তার মেয়ে পারভীন কে হত্যার হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান।ভুক্তভোগীর অভিযোগ, হামলার পর থেকে আসামিরা তাদের চলাচলে বাধা সৃষ্টি করছে। ফলে পরিবারটি নিজ বাড়িতে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারছে না। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও কোনো ফল পাওয়া যায়নি।এ বিষয়ে ভুক্তভোগী পরিবার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।