• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৬:০৭:৫৪ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কালিয়াকৈরে চোলাই মদ তৈরির সরঞ্জাম ধ্বংস, নারীসহ গ্রেফতার ৬

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে যৌথবাহিনীর অভিযানে চোলাই মদ তৈরির অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় তৈরি মদ, কাঁচামাল ও তৈরির সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়।৮ অক্টোবর বুধবার সকালে উপজেলার ঠাকুরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ, র‌্যাব ও বিজিবির যৌথ টিম।স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে এবং মদ তৈরির সরঞ্জাম ধ্বংস করে।কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।