• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই পৌষ ১৪৩২ দুপুর ০১:১৪:০১ (19-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নাটোরে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোরে রফিকুল ইসলাম শাহীন নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার একডালা মেহেন্দীতলা এলাকার পরিত্যাক্ত একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত রফিকুল ইসলাম শাহীন একই এলাকার সবজি ব্যবসায়ী রওশন আলীর ছেলে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, শাহীন দুপুরে বাড়ি থেকে চাঁদপুর বাজারে তাদের সবজির দোকানে যাওয়ার জন্য বের হয়। কিন্তু দোকানে না যাওয়ায় তার বাবা বাড়িতে এসে ছেলের খোঁজ করেন। এসময় শাহীনের স্ত্রী জানায়, সে দোকানে যাওয়ার জন্য দুপুরেই বাড়ি থেকে বের হয়েছে। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিত্যাক্ত বাড়িতে শাহীনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনরা।তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।