• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ১১:০১:৩৬ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কাঠের আড়ত থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের গোবিনাথপুর ছাগল প্রজনন কেন্দ্রের পাশে একটি কাঠের আড়তের ভিতর থেকে তাছলিমা খাতুন(৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।১২ অক্টোবর রোববার রাত ১০টার দিকে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। নিহত তাছলিমা খাতুন শহরের গোবিনাথপুর গ্রামের লাল মিয়ার স্ত্রী।এ ঘটনায় নিহতের স্বামী লাল মিয়া পলাতক রয়েছেন। পলাতক লাল মিয়া শহরের গোবিনাথপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় নিহত তাছলিমা খাতুন বাড়িতে না ফেরায় তার সন্তান বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে। কোথাও না পেয়ে ছেলে রাত ৮টার দিকে ছাগল প্রজনন কেন্দ্রের পাশে কাঠের আড়তের ভিতরে বস্তাবন্দী একটি মরদেহ পড়ে থাকতে দেখে।ঘটনাটি সে এলাকার সাবেক কমিশারকে জানায়। পরে তিনি বিষয়টি প্রশাসনকে জানান। খবর পেয়ে ঝিনাইদহ থানা পুলিশ, র‌্যাব, সিআইডি ঘটনাস্থল কর্ডন করে উদ্ধার অভিযান চালায়। পারিবারিক কলহের কারণে তাকে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।এলাকাবাসী জানায়, নিহত তাছলিমা খাতুনকে তার স্বামী প্রায় সময় মারধর করতো।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান,  কাঠের আড়তের ভিতর থেকে তাছলিমা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতর স্বামী লাল মিয়া পলাতক রয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।