• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ দুপুর ১২:৫৭:৪৬ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সেনবাগে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের মতবিনিময়

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে ২০২৫ শিক্ষাবর্ষের দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা, মানসম্মত শিক্ষার মানোন্নয়ন ও শ্রেণি কক্ষে পাঠদানের লক্ষে প্রতিষ্ঠান প্রধানসহ বিষয়ভিত্তিক শিক্ষকদের নিয়ে দিনব্যাপী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১১ অক্টোবর শনিবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেনবাগ ফাযিল মাদ্রাসা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় সেনবাগ উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আমিরুজ্জামান সভাপতিত্ব করেন।  দিনব্যাপী ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সেনবাগ ফাযিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন, ওয়াজিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইমাম উদ্দিনসহ আরও ২১টি মাদরাসার প্রধান শিক্ষক।বিষয়ভিত্তিক শিক্ষকদের মধ্যে ওয়াজিদিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা নুরুল আমিন, মাওলানা আইয়ুব আলীসহ সেনবাগ ফাযিল মাদ্রাসার কেন্দ্রে অনুষ্ঠিত ৭টি দাখিল পরীক্ষায় অংশ নেওয়া মাদ্রাসাগুলোর শিক্ষকগণ উপস্থিত ছিলেন।