• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ০৮:৩৭:২৬ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনের চার শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া চার শতাধিক শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন।২৭ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনের (পুরাতন ভবন) এক অনুষ্ঠানে এ যোগদান সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি ফুল দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেন।প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার মূল চালিকাশক্তি। বৈষম্যহীন, সুশিক্ষিত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। দেশের গণতন্ত্র আজ ভয়াবহ সংকটে। শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালিয়ে কণ্ঠরোধ করা হচ্ছে। কিন্তু ইতিহাস সাক্ষী, ছাত্রসমাজ কখনও অন্যায়ের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।‘নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে সালওয়া হাবিব ধ্রুব, আজমাইল সাদিক রূপক, মাইনুল ইসলাম, সায়েম আদনান, মাহিয়ান দ্বীন ও কামরুজ্জামান সুমন বক্তব্য রাখেন। তারা জানান, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্রদলের পতাকা তাদের আরও অনুপ্রাণিত করছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ছাদেকুল ইসলাম পাভেল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।