• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩২ রাত ০৯:০১:৫৮ (14-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বেশি দামে তেল বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: কেউ বেশি দামে তেল বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ১৪ অক্টোবর মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তেলের দাম বাড়ানো ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।শেখ বশিরউদ্দীন বলেন, ‘বর্তমান অবস্থায় তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের কোনো অবকাশ নেই। বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয়নি। কেউ বেশি দামে তেল বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে।’বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ‘তেলের দাম বাড়ানোর প্রেসরিলিজ দেওয়ার কোনো এখতিয়ার রিফাইনারি মালিক সমিতির নেই। তেলের ব্যবসায় সম্পৃক্তদের ঘনিষ্ঠ কিছু মিডিয়া একটা হাইপ তুলতে চেষ্টা করছে বলে মনে করি।’উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে দেশে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে বলে দাবি করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। গতকাল সোমবার অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেল ২৩ টাকা বাড়িয়ে ৯৪৫ টাকা ও প্রতি লিটার খোলা পাম তেলের দাম ১৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৬৩ টাকা।