নিজের পাতা ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন কৃষক
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরে ধান খেতে নিজের পাতা ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।২৮ সেপ্টেম্বর রোববার সকালে ভেদরগঞ্জ উপজেলার মহীষার ইউনিয়নে এ ঘটনা ঘটে।মৃত ওই কৃষকের নাম ইয়াসিন খাঁন (৭০)। তিনি মহীষার ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মির্জাপুর গ্রামের মৃত জুলমাত খানের ছেলে।এলাকাবাসী জানায়, ধান খেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে ইয়াসিন খাঁন বিদ্যুৎ সংযোগ দিয়ে খোলা তাঁর টাঙিয়ে ইঁদুর মারার ফাঁদ পেতেছিলেন। তিনি রাতের বেলা বিদ্যুৎ সংযোগ চালু করতেন এবং সকালে সেটি বিচ্ছিন্ন করে রাখতেন।শনিবার রাতে বিদ্যুৎ সংযোগ চালু করার পর সকালে সেটি বিচ্ছিন্ন করতে ভুলে যান। রোববার সকালে ধান খেতে কাজ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। ইয়াসিন খাঁন দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে গিয়ে ধান খেতে তার মরদেহ দেখতে পান।ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।