চৌহালীতে বাবার সাথে কাজে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. মাসুদ রানা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের চৌদ্দরশি গ্রামের মো. রফিকের বাড়িতে এই হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে।নিহত মাসুদ রানা পার্শ্ববর্তী কুর্কি গ্রামের হারুন আলীর ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মাসুদ রানা সকালে ওই বাড়িতে বাবার সাথে কাঠ মিস্ত্রির কাজ করতে যান। কাজের জন্য নির্মাণাধীন টিনের ঘড়ের চালে উঠেন। এসময় উপরে থাকা বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন মাসুদ রানা।ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌহালী থানা অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল বারিক জানান, বাবার সাথে কাঠমিস্ত্রির কাজ করার সময় ঘরের উপরে থাকা বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই যুবক আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।