• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ০৮:৩৬:৫০ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

চাঁপাইনবাবগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান পরিচালনা করে ১টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে যৌথ বাহিনী।২৩ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিজিবি ও র‌্যাব সদস্যর যৌথঅভিযান চালিয়ে এসব উদ্ধার করে। শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।এ অভিযানে র‌্যাবের পক্ষ থেকে নেতৃত্ব দেন সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের কোম্পানী কমান্ডার লে. সাঈদ মাহমুদ সাদান এবং বিজিবির হয়ে নেতৃত্ব দেন আজমতপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. শাহীনুর রহমান।বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় এ ধরনের অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।