• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ দুপুর ০১:২৪:৩০ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কুমিল্লা সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে বিজিবি।১২ অক্টোবর রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার রাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির গোলাবাড়ী পোস্টের টহলদল সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। মধ্যরাতে সীমান্তের প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগরে মালিকবিহীন অবস্থায় ৪০ হাজার পিস অবৈধ ভারতীয় ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।লে. কর্নেল মীর আলী এজাজ জানান, আন্তঃসীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজিবি। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে বলেও জানান তিনি।