• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই পৌষ ১৪৩২ বিকাল ০৩:৫৮:২০ (19-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে কুয়াকাটায় বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় কুয়াকাটা স্টুডেন্ট এলায়েন্সের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ‘আমি কে? তুমি কে? হাদী হাদী’ স্লোগান দিয়ে প্রতিবাদ জানানো হয়।বিক্ষোভ মিছিলটি কুয়াকাটা প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়।বিক্ষোভ সমাবেশে রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, পর্যটকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা স্টুডেন্ট এলায়েন্সের মুখপাত্র মো. মোজাহিদ সিফাত, আহ্বায়ক মো. মহিন, সদস্য সচিব আরিফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদির ওপর অতর্কিত গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।