• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ সকাল ১১:০১:২০ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

দুই সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কার করল বাগেরহাট প্রেসক্লাব

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট প্রেসক্লাবের দুই সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।১০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বাগেরহাট প্রেসক্লাবের  সদস্য আব্দুল্লাহ আল ইমরান (মানব কণ্ঠ ও বাংলা টিভি) ও মামুন আহম্মেদকে (কালের কণ্ঠ ও দিপ্ত টিভি) বাগেরহাট প্রেসক্লাব থেকে  স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।তাদের বিরুদ্ধে প্রেসক্লাবের গঠনতন্ত্র পরিপন্থী বিভিন্ন ধরনের কার্যকলাপ এবং প্রেসক্লাবের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার দায়ে ৯ অক্টোবর বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও বিশেষ সাধারণ সভায় কণ্ঠভোটে তাদের স্থায়ীভাবে বাগেরহাট প্রেসক্লাবের সদস্য পদ বাতিল করা হয়।এর ফলে বাগেরহাট প্রেসক্লাবের সদস্য হিসেবে তাদের সাথে সাংগঠনিক আর কোনো সম্পর্ক থাকলো না।