• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ দুপুর ০১:২৫:১৩ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

ক্যাম্পাস প্রতিনিধি: কুমিল্লার হোমনায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয়ছাত্রসহ তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন দুজন। ৫ অক্টোবর রোববার বিকেল ৩টায় উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন খোদেদাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (২৩), নালা দক্ষিণ গ্রামের মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৭) ও জাকিয়া সুলতানা (২৩)। একই ঘটনায় আহত অটোরিকশাচালক ছামাদ মিয়া ও বাবুল মিয়াকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।নিহত রাশেদুল ইসলাম ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদুল ইসলামসহ তিনজন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের উজানচর থেকে কুমিল্লার হোমনা উপজেলার ভবানীপুর খেয়াঘাট পারাপারের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা নিহত হন।প্রায় তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে রাশেদ লিখেছিলেন, ‘মৃত্যু একটা আবশ্যিক বিষয়। কিন্তু ইদানিং আমার মৃত্যুর কথা অজান্তেই মনে পড়ে। কারণ আমার বন্ধুমহলে একটা ট্রেন্ড চালু হয়েছে। ইতিমধ্যে আমার ৪ জন সহপাঠী আকস্মিক স্রষ্টার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। কে জানে পঞ্চম ডাকটা কার আসে? জিসান, মহিন, রাজু, কাকনের পর কেই বা সেই ভাগ্যবান?’চার বন্ধুর পর সেই সারিতে যোগ হলো নতুন এক নাম। এবার স্রষ্টার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন রাশেদ নিজেই।